তাজুল ইসলামকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

Advocate-Tazulআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে ‘আটক’ করে পল্টন থানায় কয়েক ঘণ্টা রাখার পর ছেড়ে দিয়েছে পুলিশ।

পল্টন থানা থেকে ছাড়া পাওয়ার পর এ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি। পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আপনারা জানেন যে, সন্ধ্যার সময় কাকরাইল মোড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছিল। তখন লোকজন দৌড়াদৌড়ি করছিল। পুলিশ নাশকতাকারীদের ধরতে রোকেয়া ভবনে অবস্থিত আমাদের অফিসেও প্রবেশ করে। এ সময় অন্যান্য আইনজীবীদের অফিসগুলো বন্ধ ছিল। আমাদের অফিস থেকে মোট ৭ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

তিনি জানান, এরপর এ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির থানায় এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা দেখালে এবং আইনজীবী পরিচয় পাওয়ার পর তারা আমাদের ছেড়ে দেয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমান জানান, সন্ধ্যার পর নয়াপল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করে থানায় আনা হয়, যার মধ্যে এ্যাডভোকেট তাজুলও রয়েছেন। সে সময় এ্যাডভোকেট তাজুল ইসলাম বাসায় যাচ্ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend