সরকার পতনে দেশবাসীর প্রতি জামায়াতের আহ্বান

jamatশান্তিপূর্ণভাবে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ পালনের মাধ্যমে ‘সরকারের পতন ঘটাতে’ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার এ আহ্বান জানান। জামায়াতের প্রচার দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিবৃতিতে বলা হয়, ‘সরকার বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসনের সমাধি রচনা করে জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটাতে চায়। কিন্তু সরকার জনগণের শান্তিপূর্ণ আন্দোলন ফ্যাসিবাদী কায়দায় দমন করার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর দমন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করার জন্য নির্বিচারে মানুষ হত্যা করছে এবং মানুষের বাড়ি-ঘরে, হামলা, ভাংচুর ও লুটতরাজ চালাচ্ছে। সরকারের এ ফ্যাসিবাদী তাণ্ডবের বিরুদ্ধে দেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছে।’
ডা. শফিক বলেন, ‘দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তা বর্তমান স্বৈরাচারী সরকারই সৃষ্টি করেছে। সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু সরকার এ সংকটের রাজনৈতিক সমাধানের পরিবর্তে সংকট জিইয়ে রেখে অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়। সরকার আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে।’
সংবাদ বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের জনগণ সরকারের ষড়যন্ত্র ও চক্রান্তে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ২০ দলীয় জোটের নেতৃত্বে আন্দোলন অব্যাহত রেখে জালেম সরকারের পতন ঘটিয়ে দেশের জনগণের ভোটাধিকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবী আদায় করে ছাড়বে ইনশা আল্লাহ।’
ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আজও সরকার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সব গ্রেফতার ও জুলুম-নির্যাতন বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend