ময়মনসিংহে ৩ কোটি টাকার মাদক ধ্বংস

Mymensinghবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের অধীনে আটক তিন কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে।
ময়মনসিংহ ২৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যবস্থাপনায় ১১, ২৭ ও ৩৫ বিজিবির ব্যাটালিয়ন গত দুই বছরে আটক এ সব সোমবার দুপুরে ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল, ১৯ হাজার ৯১৪ বোতল বিদেশী বিভিন্ন প্রকার মদ, পাঁচ লিটার চোলাই মদ, ৭৮৬ বোতল ফেনসিডিল, ৮৩ বোতল বিভিন্ন প্রকার ফেনসিডিল জাতীয় সিরাপ, ৪৮ কেজি গাঁজা ও ১৬ পিস ইয়াবা। যার বাজার মূল্য তিন কোটি ছয় লাখ ৬৩ হাজার ৭৭৫ টাকা।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মো. হাফিজুর রহমান, ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম বায়েজীদ খান, উপ-অধিনায়ক মেজর মো. আমজাদ হোসেন, ১১ ও ৩৫ বিজিবির অধিনায়ক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার রফিকুল ইসলাম, পুলিশ সুপার মঈনুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ময়মনসিংহ উত্তর অঞ্চলের উপ-পরিচালক পরিতোষ কুমার কুণ্ড।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend