ইটিভি সম্প্রচারে প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ কেন নয়

etvএকুশে টেলিভিশন (ইটিভি) সম্প্রচারের প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার দুপুরে এ আদেশ দেন।
একই সঙ্গে কোনো কারণ দর্শানো নোটিশ না দিয়ে ইটিভির সম্প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে ইটিভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাস্ট্র সচিব, তথ্য সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১৭ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend