‘ধর্ষণ কমাতে যোগব্যায়াম’

Yoga-decrease-জনগণ প্রতিদিন নিয়মমাফিক যোগব্যায়াম করলে দেশে ধর্ষণের হার কমে যাবে বলে মন্তব্য করেছেন ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতা মুরলি মনোহর জোশি। দিল্লিতে যোগব্যায়াম সংক্রান্ত এক সেমিনারে গত রবিবার তিনি এ কথা বলেন। খবর পিটিআইয়ের।
ধর্ষণ কমাতে শুধু যোগব্যায়ামের দাওয়াই নয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশ্রেষ্ঠ যোগী বলেও মন্তব্য করেছেন তিনি।
জোশি বলেন, ‘আমি বিশ্বাস করি, সাধারণ লোকজন যদি প্রতিদিন যোগব্যায়াম করে তাহলে দেশে ধর্ষণের হার কমে আসবে। আমি বলছি না, এর ফলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তবে এর সংখ্যা কমে আসবে।’
তিনি আরও বলেন, ‘এটা (যোগব্যায়াম) নারী-পুরুষের মাঝে চিন্তার নতুন পথ খুলে দেবে। মানুষের দেহ সম্পর্কে ধারণা পরিবর্তন করবে।’
এ সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ পদ্ধতি ব্যবহার করে ধর্ষণের হার কমানো সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন জোশি।
তিনি বলেন, ‘আমাদের মুসলিম ভাইয়েরা দিনে পাঁচবার যোগব্যায়াম করে। তারা নামাজ পড়ে… এতে শরীরকে দুই-তিন ধরনের ভঙ্গিতে বিন্যস্ত করতে হয়। এমনকি আপনারাও এভাবে পড়তে পারেন।’
তিনি আরও বলেন, ‘এ কারণেই আমি মনে করি, মুহাম্মদ সাহেব ছিলেন শ্রেষ্ঠ যোগী। সৃষ্টিকর্তার দেওয়া প্রার্থনার প্রেসক্রিপশন অনুযায়ী তিনি এ পদ্ধতি পেয়েছেন… যোগব্যায়ামের চর্চা না করলে তিনি কখনোই তা করতে পারতেন না।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend