‘জেনেটিকালি পুরুষ’ এক মহিলা জন্ম দিলেন সুস্থ যমজ সন্তানের

image_185899.6১০ লাখ খুব বেশি হলে এই ধরনের ঘটনা ঘটে মাত্র একবার। ডাক্তারদের সাহায্যে ‘জেনেটিকালি পুরুষ’ এক মহিলা মা হলেন। গত সপ্তাহে শনিবার এক সঙ্গে একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। মা হওয়ার স্বপ্নকে সত্যি করতে টানা ৩ বছর চিকিৎসা করিয়ে গেছেন ওই মহিলা। বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. সুনীল জিন্দাল জানিয়েছেন এই ঘটনা অনেকটা কোনও ‘পুরুষের যমজ সন্তান প্রসবের সমতুল্য।’
মেডিক্যাল পরিভাষায় মায়ার অবস্থাকে এক্স ওয়াই গোনাডালডিসজেনেসিস বলা হয়। এক্ষেত্রে কোনও ব্যক্তির শরীরে ব্যাহিকভাবে মহিলাদের বৈশিষ্ট্য থাকলেও ওভারি বা ডিম্বাশয় (ওভাম প্রস্তুতকারী প্রজনন অঙ্গ) নিষ্ক্রিয় (নন-ফাংশনল) হয়। স্বাভাবিক প্রজননের জন্য ওভারির কার্যক্ষম হওয়া অত্যাবশকীয়।
মীরাটের ওই মহিলার কোনও দিন ঋতুস্রাব হয়নি। আলদা করে বয়ঃসন্ধির অস্তিত্ব অনুভব করেননি তিনি। ডাক্তাররা তাঁর ক্যারিওটাইপ (ক্রোমোজোমাল স্টাডি) করে দেখেন তাঁর শরীরে এক্স ওয়াই (মেল প্যাটার্ন) ক্রোমোজোমের অস্তিত্ব রয়েছে। তা সত্ত্বেও ওই মহিলার শরীরে অপরিণত জরায়ুর উপস্থিতি ডাক্তারদের কাছে একমাত্র আশার আলো ছিল। হরমোনাল ও এন্ডোক্রিনাল চিকিৎসার মাধ্যমে তাঁর ইউটেরাসকে পরিণত ও প্রাপ্তবয়স্কদের মত গড়ে তোলার চেষ্টা শুরু করেন ডাক্তাররা।
ডা. জিন্দল জানিয়েছেন ‘ইউটেরাসটি গর্ভাবস্থার উপযোগী করে গড়ে তোলাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল।’
দাতার ওভাম থেকে ভ্রূণ গঠনের পর তা ওই মহিলার ইউটেরাসে প্রতিস্থাপিত করা হয়। কিন্তু ওই মহিলা গর্ভবতী হওয়ার পরে ডাক্তারদের সামনে আরও এক বিপত্তি এসে উপস্থিত হয়। জিন্দল হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর আশু জিন্দল জানিয়েছেন ‘যে শরীর এই গর্ভাবস্থার জন্য প্রস্তুত নয় সেই শরীরে টানা ৯ মাস গর্ভাবস্থাকে বজায় রাখা অত্যন্ত কঠিন ছিল আমাদের পক্ষে।’ সূত্র: কলকাতা

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend