শেখ হাসিনার সরকার শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর- হুইপ আতিক

Sherpur-Pic-1সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর। এজন্য সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি ১৭ জানুয়ারী শনিবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুর সদরের ভীমগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত আতিউর রহমান মডেল কলেজের ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি বলেন, সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের কারণেই ৬ বছর যাবত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তিসহ ডিগ্রী পর্যায়ে মেয়েদের অবৈতনিক শিক্ষা-ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে শিার্থীর সংখ্যা, কমছে ঝরে পড়া।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম হাসান সুজনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন সানা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. লোকমান আলী।
উল্লেখ্য, ৫ তলা ফাউন্ডেশনের বর্তমানে তৃতীয় তলা পর্যন্ত ওই ছাত্রী হোস্টেল নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে জেলা পরিষদ। এতে ব্যয় হবে ৩ কোটি ১৫ লাখ টাকা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend