জনগণই দেশের শক্তি : প্রধানমন্ত্রী

Sheikh-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণই দেশের শক্তি। আর সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ।’
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মহড়া পরিদর্শন ও অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।
সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের মহড়া পরিদর্শনের জন্য বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সোনাকান্দা গড়াই নদীর তীরে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সকলের দায়িত্ব সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন করা। জনগণের আস্থা অর্জন করা।
তার সরকারের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জনগণের মাথাপিছু আয় ৬৩০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে এখন ১১৯০ ডলারে উন্নীত হয়েছে।
সরকারি-বেসরকারি মিলে গত পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরী করে সেনাবাহিনী দেশে বিদেশে ভূয়সী প্রসংশা অর্জন করেছে।
শেখ হাসিনা বলেন, ‘১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সেনাবাহিনসহ সাধারণ জনগণ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।’
তিনি বলেন, ইতোমধ্যে সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জামাদি সংগ্রহ করা হয়েছে। সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হবে।
বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০১৪-এর মহড়া পরিদর্শন ও অন্যান্য অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে সোনাকান্দা ত্যাগ করবেন শেখ হাসিনা। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend