জন্ম তারিখ কমিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছেন মাহফুজুর রহমান

Bangladesh-Bank_Mahfuzur-Raজন্ম তারিখ সংশোধন করে চাকরির মেয়াদ বাড়ল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমানের। বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের দু’টি কমিটির পর্যালোচনা এটি প্রমাণিত হয়েছে।
সূত্রে জানা যায়, ম মাহফুজুর রহমান ও দেবাশিস চক্রবর্তী বয়স সংশোধন করেছে বলে এম আলাউদ্দিন আহমেদ নামে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি তদন্ত কমিটি গভর্নরের কাছে প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাহফুজুর রহমানের জাল সনদে জন্ম তারিখ ১৯৫৬ সালের ১ নভেম্বর এবং মূল সনদে তার জন্ম তারিখ ১৯৫৬ সালের ১ জানুয়ারি উল্লেখ রয়েছে।
এ ছাড়া মো. মাহফুজুর রহমান চাকরিতে যোগদানকালে (১৯৮১ সালের ১৫ জুন) তার বয়স ২৪ বছর বলে ঘোষণা করেন। কিন্তু ব্যাংকের মেডিকেল অফিসারের প্রত্যয়নপত্রে তার বয়স ২৫ বছর বলে উল্লেখ করা আছে। যা তার এসএসসির সার্টিফিকেটের সাথে অসঙ্গতিপূর্ণ।
নিয়ম অনুযায়ী, তার চাকরির মেয়াদ সদ্যসমাপ্ত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বয়স সংশোধন করে চাকরির মেয়াদ বাড়ানোয় প্রশাসনিক জটিলতা বাড়তে পারে।
এই বিষয়ে জানতে চাইলে ম মাহফুজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend