উত্তরা থেকে ছাত্রদলের ১৯ কর্মী আটক

Arrest_0হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করলে ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব, পশ্চিম ও দক্ষিণ খান থানা ছাত্রদলের ১৯ কর্মীকে আটক করেছে।
উত্তরা মডেল থানা পুলিশ আটক করেছে বলে ছাত্রদলের মহানগর উত্তরের নেতারা জানিয়েছেন। তবে উত্তরা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, কাউকে থানায় আনা হয়নি।
ছাত্রদলের নেতারা বলেছেন, তাদের সকালে আটক করে উত্তরা থানার বিভিন্ন পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। রাজলক্ষী মার্কেটের সামনে সোমবার সকাল ৮টার দিকে মিছিলের প্রস্ততির সময় তাদের আটক করা হয়।
ছাত্রদল কর্মী মেহেদী হাসান দ্য রিপোর্টকে জানান, আমরা মিছিল বের কারার প্রস্ততি নিলে পুলিশ আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। মিছির থেকে আমাদের ১৯ জনকে আটক করা হয়। আটকরা হলেন- সোহাগ, শান্ত, বাবু, আলম, ফয়সাল, ইতিয়াজ, লিংকন, সাগর, জনি, মনির, আকবর, রানা, আরিফ, রুবেল, জুয়েল ও আলমগীর। এছাড়া তিন জনের নাম তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend