সিরাজদিখান উপজেলার ইউএনওকে হাইকোর্টে তলব

SCBA-Briefing-thereport24মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তলব করেছে হাইকোর্ট।
আগামী ৫ জানুয়ারি আদালতে সশরীরে হাজির হয়ে স্থানীয় ইছামতি ও ধলেশ্বরী নদী দখল সংক্রান্ত বিষয়ে নথিপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এক আবেদনের শুনানি শেষে রবিবার বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ।
আদালত সূত্রে জানা যায়, গত ২ জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘নদী দখল করে মার্কেট নির্মাণ’ সংক্রান্ত একটি সংবাদ যুক্ত করে রিট করলে গত ২১ অক্টোবর হাইকোর্ট নদী ভরাটের কাজ বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়।
কিন্তু নির্দেশ পালন না করায় বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলে রবিবার হাইকোর্ট সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তলব করে আদেশ দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend