গুজরাটের মুসলিম মেয়েরা ১৫ পেরুলেই বিয়ে করতে পারবে

India-thereport24ভারতের গুজরাট রাজ্যের মুসলিম মেয়েরা বয়ঃসন্ধিকালে পৌঁছলে কিংবা ১৫ বছর পেরুলেই বিয়ের পিড়িতে বসতে পারবে। সম্প্রতি গুজরাট রাজ্যের উচ্চ আদালত এ আদেশ দিয়েছেন। চাইল্ড ম্যারেজ অ্যাক্টের অধীনে করা একটি মামলার নিষ্পত্তি শেষে এ আদেশ দেন আদালত।
বিচারপতি জে বি পার্দিওয়ালা গত ২ ডিসেম্বর ওই আদেশ দেন। আদেশে বলা হয়, ‘মুসলিম আইন অনুযায়ী একটি মেয়ে বয়ঃসন্ধিকালে পৌঁছলে কিংবা ১৫ বছর পেরুলেই বিয়ের উপযুক্ত হয়।’ এতে আরও বলা হয়, ‘মুসলমানদের নিজস্ব আইন অনুযায়ী ১৫ বছর পেরুলেই কোনো মেয়ে তার বাবা-মায়ের সম্মতি ছাড়াই বিয়ে করতে পারে।’
প্রসঙ্গত, ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে গুজরাটের সুরাত এলাকার যুবক ইউসুফ লোখাত একই সম্প্রদায়ের ১৭ বছরের এক মেয়েকে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের বাবা চাইল্ড ম্যারেজ অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করেন। পরে ইউসুফ তার বিরুদ্ধে করা মামলায় আপিল করেন। ওই আপিলের শুনানিতে আদালত মুসলিম মেয়েদের ওই বিয়ের বয়স নির্ধারণ করেন।
সূত্র: এনডিটিভি।


 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend