শ্রীবরদীতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Picture-03-12-20-1-1024x768শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্পের অধীনে শ্রীবরদী উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে ৩ নভেম্বর বুধবার দিন ব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার আল ফয়সাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। সেশন পরিচালনা করেন সিভিল সার্জন আনোয়ার হোসেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন ও অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারি তথ্য অফিসার জালাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ভাইস চেয়ারম্যা আব্দুল্লাহ আল মামুন দুলাল, লিপি বেগম, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক। দিনব্যাপি এ ওরিয়েন্টেশন কর্মশালায় স্যানিটেশন, মা ও শিশুর স্বাস্থ্য এবং বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend