মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি; গণপূর্তের প্রধান প্রকৌশলীর দুর্নীতি অনুসন্ধানে দুদক

dudok (1)গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঞার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সস্প্রতি এ সব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ করা হবে। দুদক সূত্র দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঞার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, অবৈধভাবে পদোন্নতি লাভ ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট এ সব অভিযোগ কমিশনে আসলে কমিশন তা যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত অণুবিভাগের মহাপরিচালককে দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend