জবির দ্বিতীয় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি শুরু বুধবার

ju_thereport24জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম সেমিস্টারের এ, বি, সি, ডি ও ই ইউনিটের দ্বিতীয় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শুরু হবে বুধবার।
৮ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় মনোনয়নের ভর্তিচ্ছুরা ভর্তির সুযোগ পাবে। এ ছাড়া প্রথম বিষয় পরিবর্তন তালিকা (মাইগ্রেশন) ও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বি ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ৩৯৪ থেকে ৮৭৮, বিজ্ঞান শাখার ১২০ থেকে ২৪৫ এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ৭৭ থেকে ১০৯ পর্যন্ত দ্বিতীয় মনোনয়নে মনোনিত হয়েছে।
এ ছাড়া সি ইউনিটের বাণিজ্য শাখার ৫৪৪ থেকে ৭৪৯, অন্যান্য শাখার ৮১ থেকে ১১৩, ডি ইউনিটের মানবিক শাখায় ২৭৭ থেকে ৫২৩, বিজ্ঞান শাখায় ১১৮ থেকে ২০৮, বাণিজ্য শাখার ৫৬ থেকে ৭৭, ই ইউনিটের ড্রামা এ্যান্ড মিউজিক বিভাগের ড্রামাতে ৩১ থেকে ৪১, মিউজিক-এ ৩১ থেকে ৪২ এবং ফাইন আর্টস এ্যান্ড গ্রাফিক্স বিভাগে ৪১ থেকে ৫৪ পর্যন্ত মেধাক্রম প্রাপ্তরা দ্বিতীয় মনোনয়নের জন্য মনোনীত হয়েছেন।
এদিকে মাইগ্রেশনপ্রাপ্তদের ৩ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে মাইগ্রেশন সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মনোননয়ন তালিকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend