মঞ্চে কাইয়ুম চৌধুরীর মৃত্যু- অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় বিতর্কে বেঙ্গল ফাউন্ডেশন

Qayyum_chowdhury_thereport1রাজধানীর আর্মি স্টেডিয়ামে রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সংগীত উৎসব মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।
নন্দিত এই শিল্পীর আকস্মিক মৃত্যুর পরও রাতভর একই মঞ্চে অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় সমালোচনার মুথে পড়েছে উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন।
শেষ বক্তব্যে বেঙ্গল ফাউন্ডেশন ও তার সভাপতি আবুল খায়ের লিটুর ভূয়সী প্রশংসা করেছিলেন কাইয়ুম চৌধুরী। তিনি বলেছিলেন ‘বাংলা সংস্কৃতির অদম্য পুরুষ আবুল খায়ের লিটু।’ কিন্তু কাইয়ুম চৌধুরীর আকস্মিক প্রয়াণের পরও অনুষ্ঠান চালিয়ে নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আবুল খায়ের লিটুর সমালোচনা করেছেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করে দেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ মঙ্গলবার দুপুরে দ্য রিপোর্টকে বলেন, ‘দেশের বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তার মতো একজন শিল্পীর গত হওয়া (মৃত্যু) আমাদের জন্য বেদনার সংবাদ। যে মঞ্চে তিনি অসুস্থ হলেন এবং হাসপাতালে যাওয়ার পথে মারা গেলেন। সেই মঞ্চে ওই দিন অনুষ্ঠান করার মানে হলো— আমরা যে করপোরেট সংস্কৃতির প্রতি আপত্তি করি সেটাকে বাস্তবায়নের এক অপচেষ্টা।’
সাহিত্যিক সৈয়দ শামসুল হক বলেন, ‘কাইয়ুম চৌধুরীর সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। তার মতো গুণী এই শিল্পীকে হারিয়ে মানসিকভাবে আমি বিপর্যস্ত, শোকে স্তব্ধ। তার মৃত্যুর পর বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গ উৎসব চললো কি চললো না সে ব্যাপারে কোনো মন্তব্য করার মতো মানসিক অবস্থা আমার নেই।’
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী বলেন, ‘কাইয়ুম চৌধুরীর প্রতি সম্মান দেখিয়ে অন্তত একদিন অনুষ্ঠান স্থগিত করা উচিত ছিল। তা না করা মানেই আমাদের মানবিক বোধের সংকট রয়েছে। আমরা এত বেশি করপোরেট হয়ে যাচ্ছি যে আমাদের মানবিক জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কাইয়ুম চৌধুরীর মৃত্যুর পর অনুষ্ঠান চালিয়ে বেঙ্গল ফাউন্ডেশন সেটাই প্রমাণ করেছে।’
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘটনার রাতে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘কাইয়ুম চৌধুরীর কথাটা মাথা থেকে ঝাড়তে পারছিলাম না। মনের মধ্যে অনেক প্রশ্নও উঁকি দিচ্ছিল। দেশের প্রধান শিল্পীদের একজন মৃত্যুর কোলে ঢলে পড়ল এই মঞ্চে, একটুও কি ছন্দপতন হতে পারত না?’
কাইয়ুম চৌধুরীর সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স বিভাগের শিক্ষক ইস্রাফিল প্রাণ রতন বলেন, ‘আমরা আসলে ব্যক্তিজীবনে সব কিছুতেই ক্রমাগত অভিনয় করে চলেছি। আমাদের চোখের জলও অভিনয়ের অংশ। আমরা ভালোবাসা দেখানোর অভিনয় করি। সত্যি সত্যি কাইয়ুম চৌধুরীকে ভালোবাসলে তার মৃত্যুর পর একই মঞ্চে অন্তত একটা সন্ধ্যার অনুষ্ঠান স্থগিত করা হতো। বেঙ্গল সেটা না করে অতিমাত্রার করপোরেট চর্চার আড়ালে মানবিকতাকে বিসর্জন দিয়েছে।’
ছোট কাগজ ‘প্লাটফর্ম’র প্রকাশক হেলাল উদ্দিন বলেন, ‘‘আনিসুজ্জামান স্যার যে বললেন- ‘অনুষ্ঠান চলবে যেমন বয়ে চলে জীবন।’ আসলে ‌জীবন তো থেমেও যায়, কাইয়ুম চৌধুরীর এমন আকস্মিক মৃত্যুই সেটা প্রমাণ করে। করপোরেট ভাবনা থেকে সরে এসে মানবিক জায়গায় ভাবলে একই মঞ্চে সারারাত অনুষ্ঠান চালানো যেত না। বেঙ্গল নিজেদেরকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই প্রমাণ করেছে।’
Qayyum_chowdhury_thereport2সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন জনেরা বিগত দিনের দেশ-বিদেশের নজির তুলে ধরে জানান, ১৯৯৫ সালের ১২ জানুয়ারি শিল্পকলার মঞ্চে একটি অনুষ্ঠানে ‘‌‌এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাইতে গাইতে পপ গানের শিল্পী ফিরোজ সাঁই মৃত্যুবরণ করেন। পরে তার প্রতি সম্মান দেখিয়ে সেদিনের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ বছরের ২৫ নভেম্বর ক্রিকেট মাঠে আহত হন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ। তার প্রতি সম্মান দেখিয়ে সেই ম্যাচটি স্থগিত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ নভেম্বর মারা যান হিউজ।
কাইয়ুম চৌধরীর পরম সতীর্থ পটুয়া কামরুল হাসান ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা পরিষদে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে জাতীয় কবিতা পরিষদের সকল অনুষ্ঠান স্থগিত করা হয়।
বিশিষ্ট লোক গবেষক ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের অভিমত ভিন্ন। তিনি বলেন, ‘কাইয়ুম চৌধুরী ছিলেন একজন সংগীত পিপাসু মানুষ। উৎসবে যারা পরিবেশনায় ছিলেন তাদের কাছে সঙ্গীত এক ধরনের উপাসনার মতো। সংগীত পরিবেশনার মধ্যদিয়ে তারা বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে শ্রদ্ধা জানিয়েছেন। আমিও এটাকে সেভাবেই দেখছি।’
বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘কাইয়ুম চৌধুরী সঙ্গীত অন্তঃপ্রাণ ছিলেন। তার প্রতি সম্মান জানিয়েই সেদিনের অনুষ্ঠান অব্যাহত রাখা হয়েছিল।’


 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend