আমি কোনো ভুল করিনি : মোবারক

I-Did-Nothing-Wrong_H-Mubarহত্যাকাণ্ড ও দুর্নীতির অভিযোগ থেকে খালাস পাওয়া মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক বলেছেন, বিগত ৩০ বছরের রাজনৈতিক জীবনে তিনি ভুল কিছু করেননি।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন ৮৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট।
২০১১ সালে বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর অপরাধে তার বিরুদ্ধে গঠিত হত্যার অভিযোগ থেকে শনিবার ছাড়া পাওয়ার পর হোসনি মোবারক এ মন্তব্য করলেন। ওই হামলায় ২৩৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছিলেন।
২০১১ সালে ক্ষমতাচ্যুত হন মোবারক। ২০১২ সালে তাকে যাবজ্জীবন জেল দেওয়া হয়। সেই রায় সম্পর্কে মোবারক বলেন, ‘যখন প্রথম রায়টি শুনেছিলাম, আমি হেসেছিলাম।’
মোবারক আরও বলেন, ‘যখন দ্বিতীয় রায়ের সময় আসল, বলেছিলাম—আমি অপেক্ষা করছিলাম; রায় তো যেকোনো রকমই হতে পারে। যে রায়ই হোক না কেন, আমার কাছে তা ভিন্ন মানে তৈরি করত না।’
একটি সামরিক হাসপাতাল থেকে কথাগুলো বলেন মোবারক। দুর্নীতির দায়ে ওই হাসপাতালে তিনি তিন বছরের সাজা ভোগ করছেন।
২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত ৩০ বছরের শাসনামলের প্রশংসা করেন মোবারক। বিশেষ করে তিনি মিসরের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘(শাসনামলের) প্রথম ২০ বছরের চেয়ে শেষ ১০ বছরে বেশি উন্নতি করি আমরা। এর মধ্যে টেলিফোনও আছে। অথচ তারা আমাদের বিরুদ্ধে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend