খালেদা জিয়ার জনসভায় জনতার স্রোত

timthumb (1)কুমিল্লা থেকে : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা মাঠে অবস্থান নেয়। দুপুরের আগেই জনতার স্রোতে মাঠ পরিপূর্ণ হয়ে যায়।
খালেদা জিয়া ইতোমধ্যে জনসভায় যোগ দিতে শনিবার বেলা ২টায় কুমিল্লায় পৌঁছেছেন। কুমিল্লা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে জনসভায় যোগ দেবেন তিনি। এদিকে বেলা দেড়টার দিকে জেলা ২০ দলীয় জোটে আয়োজিত বিশাল জনসভা শুরু হয়েছে।
খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে কুমিল্লা ও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, কিশোরগঞ্জ থেকেও নেতাকর্মী সমর্থকরা জনসভায় যোগ দিয়েছেন। এ ছাড়া কুমিল্লার তিতাস, হোমনা, বুড়িচং, দাউদকান্দি, মুরাদ নগর, মেঘনাসহ আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। কুমিল্লা শহর জুড়ে প্রায় ২৫৭টি মাইক লাগানো হয়েছে। শহরের মানুষ যেন নির্বিগ্নে খালেদা জিয়ার বক্তব্য শুনতে পারেন।
কুমিল্লা জেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন এলডিপি সভাপতি অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতের ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান, রেদওয়ান উল্লাহ সাহিদী, মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মাওলান মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফজলে রাব্বি চৌধুরী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ ছাড়া কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, উত্তরের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান সরকারসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend