কুমিল্লায় খালেদার জনসভা বিএনপি-জামায়াতের মাঠ ভাগাভাগি

Comilla-Dist_thereport24-1কুমিল্লা প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া শনিবার কুমিল্লায় আসছেন। সংঘর্ষের আশঙ্কায় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে জনসভার মাঠ ভাগাভাগি করে নিয়েছে জেলা বিএনপি।
উভয় দলের নেতাদের দাবি- অতীতের অভিজ্ঞতা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুল হক সাক্কু শুক্রবার দ্য রিপোর্টকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সমাবেশটি বিএনপির একার নয়। এটি ২০ দলের জনসভা। সভাস্থলে মানুষ ধারণের স্থান স্বল্পতার কারণে বিশৃঙ্খলার আশঙ্কা করা হয়। তাই সকল দলের নেতাদের সঙ্গে বসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর জামায়াতের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদসহ ২০ দলের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, খালেদা জিয়া ছয় বছর পর কুমিল্লায় আসছেন। সরকার পতন আন্দোলনের জনসমর্থন আদায়ে জেলা পর্যায়ে সফর কর্মসূচির অংশ হিসেবে এটি বিএনপি নেত্রীর সাংগঠনিক সফর। এ সফর উপলক্ষে জনসভাকে ঘিরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ব্যাপক আয়োজন। এ সমাবেশে ৫ লাখের বেশি জনসমাগমের আশা করছেন নেতারা। তবে কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল মাঠে লোক ধারণক্ষমতা মাত্র ৮ হাজার। তাই টাউন হল মাঠে স্থান দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
মাঠ দখলের বিষয়ে কুমিল্লা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘টাউন হল মাঠের পূর্বভাগের শহীদ মিনারের সামনের অংশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জন্য বরাদ্দ। আর পূর্বভাগের বাকি অংশ এবং পশ্চিমভাগ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের জন্য নির্ধারণ করা হয়েছে।’
তবে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘জামায়াত-শিবিরের জন্য যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে তা সকাল ৭টার মধ্যে ভরে যাবে। বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের নেতাকর্মীদের স্থান সঙ্কুলান হবে না।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend