যশোরে ‘বন্দুকযুদ্ধ’ : গুলিবিদ্ধ ২ যুবকের একজনের মৃত্যু

jessoreযশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ দুই যুবকের একজন মারা গেছেন।
গত ১৩ নভেম্বর মিজানুর রহমান (২৭) ও হাফিজুর রহমান (২৮) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন। পুলিশের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে নার্সারিপট্টিতে ছিনতাইকারীদের সঙ্গে ওইদিন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হাফিজুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৩টা ০৫ মিনিটে মারা যান। শহরের বারান্দীপাড়ার আনোয়ার রশিদের ছেলে হাফিজুর।
গুলির ঘটনায় হাফিজুরকে ২০ নভেম্বর রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে তাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সেখানে হাফিজের বাঁ পা কেটে ফেলা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক ও যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend