সংসদ ভবনও অন্ধকারে!

Parliament_SM_796513695জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণেসারা দেশের মত অন।ধকারে রয়েছে জাতীয় সংসদ ভবনও। শনিবার সকাল ১১টার পর থেকে অন্ধকার হয়ে যায় সংসদ ও আশপাশের এলাকা। এতে ব্যহত হচ্ছে সংসদ ভবনের স্বাভাবিক কার্যক্রম।

জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক এসএম মঞ্জুর জানান, শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টার পর থেকে সংসদ চত্বরের কোথাও বিদ্যুৎ নেই। তবে দুপুরের দিকে ১০ মিনিটের জন্য একবার এলেও কিছুক্ষণ পর চলে যায়।

তিনি জানান, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সংসদের অফিসিয়াল কাজ বন্ধ ছিল। তবে কিছু দফতর খোলা রাখতে হয়। এরমধ্যে সংসদের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম। তাদের অফিস সংসদের ভেতরেই। তাই অন্ধকারে তাদের কাজকর্ম ব্যহত হচ্ছে।

সকাল ১১টার পর থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আজিমপুর, নিউমার্কেট, ফার্মগেট, কারওরান বাজার, পুরান ঢাকাসহ রাজধানীর পুরো এলাকা জুড়েই বিদ্যুৎ নেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend