দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি বাঁক প্রশস্ত করার কাজ শুরু হচ্ছে: ওবায়দুল কাদের

Obaidul_bgbgসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সারাদেশের সড়ক, মহাসড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি বাঁক প্রশস্ত করার কাজ খুব দ্রুতই শুরু হচ্ছে। তিনি আরও জানান, অতি দ্রুত এ কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। আর ইতোমধ্যে এ কাজের জন্য ১৬৫ কোটি টাকা অনুমোদন হয়েছে।

আজ বুধবার দুপুর ১টায় রাজধানীর গাবতলী থেকে সোয়ারিঘাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেকেই মনে করেন রাস্তায় স্পিড ব্রেকার থাকলে সড়ক দুর্ঘটনা কমে যায়। কিন্তু এ ধারণাটি ভুল। আর তাই এটি কমিয়ে আনা হচ্ছে। পাশাপাশি সারা দেশের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা হ্রাসে ১৪৪টি বাঁক প্রশস্তে কাজ শুরু হচ্ছে। ফলে দুর্ঘটনা কমে আসবে।

জানা যায়, সারাদেশের যে সব সড়ক, মহাসড়কগুলোর বাঁক প্রশন্ত করা হবে এরমধ্যে রয়েছে, কুমিল্লা জোনের ৮টি বাঁক, সিলেটে ১৪টি, খুলনায় ১১টি, বরিশাল জোনে ২টি, রংপুরে ৩৫টি ও রাজশাহীতে ৩৪টি জোন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সারা দেশে সমীক্ষা চালিয়ে ২০৯টি ঝঁকিপূর্ণ বাঁক উল্লেখ করে। এরমধ্য থেকে সরকার ১৪৪টিকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে কাজ শুরু করছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend