জর্ডানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

10726649_10202863723583680_1532142589_nএএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপের বাছাইপর্বের খেলায় সানজিদার একমাত্র গোলে জর্ডানকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৬৯ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। বাংলাদেশের এক খেলোয়াড়কে নিজেদের ডি বক্সে ফেলে দিলে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর তা থেকে গোল আদায় করে নিতে কষ্ট হয়নি ৭ নং জার্সি পরিহিতা সানজিদার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বিকেল পাঁচটায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ এবং জর্ডান।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে, জর্ডানের রক্ষনকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নিতে পারেননি গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা।

লাল-সবুজদের অধিনায়ক মনিকা চাকমার দল তাদের আক্রমণভাগ ঠিক রেখে প্রথমার্ধে রক্ষনকেও সামলিয়েছে সতর্কতার সঙ্গে। ফলে প্রথমার্ধে কোনো গোল হতে দেয়নি তারা। গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুরু করে জর্ডান ও বাংলাদেশ। ম্যাচের ৪৮ মিনিটে গোল করার সুযোগ এসেছিল অতিথিদের। বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি জর্ডানের স্টাইকাররা। তবে ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় বাংলাদেশের মেয়েরা। সানজিদার একমাত্র গোলটিতেই অবশেষে জয় পায় লাল-সবুজ জার্সিধারীরা।

মেয়েদের ফুটবলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জর্ডানের মেয়েরা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তবে জর্ডানের বিপক্ষে ভাল কিছু করে দেখানোর প্রত্যয় ছিল লাল-সবুজদের।

ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডানের অবস্থান ৫৭ আর বাংলাদেশের অবস্থান ১১৭ নম্বরে। জর্ডানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

দিনের প্রথম ম্যাচে ৯-০ গোলের বিশাল ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ইরান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend