শেরপুরের ৫টি গ্রামে আগাম ঈদুল আযহা পালিত

Eid-picসৌদির সাথে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফ সমর্থকদের আয়োজনে শেরপুরে বিভিন্ন স্থানে আগাম পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। শেরপুর সদরের চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া সহ ৫ টি গ্রামে  পৃথক ভাবে আজ শনিবার  পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে।
সকাল সাড়ে ৯ টা থেকে ১১ টার মধ্যে পৃথক এসব গ্রামে মুসল্লীরা পবিত্র  ঈদের নামাজ আদায় করেছেন প্রত্যেকটি ঈদের জামাতে দেড় হইতে দুইশ জনের মতো মুসল্লী অংশ নেয়।
ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল ১০ টায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এ ছাড়াও নন্নী মধ্যপাড়ায় পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও অংশ নেয়। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।
বহু বছর যাবত শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend