নাটোরে জামায়াত-শিবিরের ১৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত

Natoreজামায়াত-শিবিরের ১৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের ওপর হামলার মামলায় তাঁদেরকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

জানা যায়, বুধবার বিকেলে শহরের চকরামপুর এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের আমির ও শহর জামায়াতের আমিরসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নাটোর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান সুইট বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend