অঞ্জলী দান ও প্রসাদ নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

kumari_puja_0_inter_44_401964326শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে আজ অনুষ্ঠিত হলো কুমারী পূজা। রামকৃষ্ণ মঠ ও মিশনগুলোতে আরতি, অঞ্জলী দান ও প্রসাদ নেওয়ার মধ্য দিয়ে এ কুমারী পূজা উদযাপন করা হয়েছে।

মহা অষ্টমী হলো দুর্গোৎসবের সেই মুহূর্ত, যখন অকল্যাণের প্রতীক মহিষাসুর বধকাণ্ড চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই তিথিতেই শুদ্ধাত্মা দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী কন্যাকে মাতৃরূপে অঞ্জলী দেয় সনাতন ধর্মাবলম্বীরা, যার নাম কুমারী পূজা। সাধারণত রামকৃষ্ণ মিশনগুলোই এ পূজার আয়োজন করে।

রাজধানীর রামকৃষ্ণ মিশনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা শুরু হয়। এর আগে কুমারী কন্যাকে স্নান করিয়ে নতুন পোশাক, ফুলের মালা ও অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে।

ঢাকায় এবারের ‘কুমারী’ অন্বেষা মুখোপাধ্যায়। তবে শাস্ত্রমতে এদিন তার নতুন নাম দেয়া হয়েছে ‘মালিনী’।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend