জাতির পিতা বঙ্গবন্ধু নিজ হাতে গাছ লাগিয়ে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন; বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম

Mirza-Azomবস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু নিজ হাতে গাছ লাগিয়ে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। পরিবেশ ও জীবন রক্ষার জন্য গাছ লাগানো ছাড়া কোনো বিকল্প নেই। তিনি সকলকে প্রধান মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেককে ৩টি করে ওষুধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার এই অভিযান সফল করার আহ্বান জানান। শহরের বৈশাখী মেলা মাঠে থেকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলা উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী এক বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। এর আগে শনিবার সকালে ফিতা কেটে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজিত এই বৃক্ষমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মঈনুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে মেলার স্টল পরিদর্শন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূলে গাছের চারা বিতরণ করেন। মেলায় ওষুধি, ফলদ ও বনজ বৃক্ষের ৩০টি স্টল স্থাপন করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend