শেরপুরে ৫ দিনব্যাপি ‘ফ্রিল্যান্সার টু এন্ট্রাপ্রেনিউর’ প্রশিক্ষণ কর্মশালা

Sherpur-Pic-11-300x224শেরপুরে ৫ দিনব্যাপি ‘ফ্রিল্যান্সার টু এন্ট্রপ্রিনিউর’ প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২৪ আগস্ট রবিবার থেকে শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আইসিটি বিভাগের ‘ফ্রিল্যান্সার টু এন্ট্রপ্রিনিউর ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ওই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রশিক্ষণটির উদ্বোধন করেন। এ উপলক্ষে ‘আইসিটি উদ্যোক্তা উন্নয়নে সর্বমহলের অংশগ্রহণ : প্রেক্ষিত শেরপুর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রশিক্ষক মির্জা নাজমুল হাসান, আইসিটি শাখার সহকারী কমিশনার ফওজুল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, দেশকে তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীল করে তোলা এবং প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টিই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে ওঠবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ম দূর করা সম্ভব হবে। এ প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪২ জন ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend