ময়মনসিংহ মেডিকেল কলেজে ধর্মঘট অব্যাহত

June_2014-June_15-Mymensingh_map_573497613ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী রেজা হাসান ত্বকির (২৩) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। তাদের এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা পোষণ করেছে কলেজের শিক্ষকরাও। রোববার সকাল ১০ টা থেকে শিক্ষার্থী, ইন্টার্ণী চিকিৎসক ও বিএমএ’র নেতা-কর্মীরা মেডিকেল কলেজের সামনে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাঘমারা হোস্টেলে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গ, শনিবার সকালে শহরের কৃষ্টপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার জব্বারের নেশাগ্রস্ত ছেলে লিমন ও তার লোকজন ত্বকিকে পিঠে ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।

শনিবার দুপুরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১ টা থেকেই কলেজের শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘটের ডাক দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend