জলঢাকায় কাবিখা প্রকল্প সরকার দলীয় নেতাকর্মীদের পকেটে

Nilfamariiনীফামারীর জলঢাকা উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প এমপির (কাবিখা) কর্মসূচীর ২৬টি প্রকল্পের গমের অর্থ সরকার দলীয় নেতাকমীদের পকেটে ঢুকানোর অভিযোগ উঠেছে। ২০১৩-১৪ অর্থ বছরের কর্মসূচীতে গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষণসহ বিভিন্ন সংস্কার প্রকল্পের নামে বরাদ্দের প্রকল্পের টাকা একটি ব্যবসায়ী চক্র আত্মসাৎও করেছে । কিছু প্রকল্প ৪০ দিনের কর্মসুচীর লোকজন দিয়ে কাজ করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কৈমারী আহলে হাদিস জামে মসজিদের মাঠ ভরাট ও সংস্কার প্রকল্প বাবদ বরাদ্দ দেওয়া হয় ৯ মেঃটন গম। সরেজমিনে শনিবার দুপুরে গেলে ওই মসজিদের মোয়াজ্জিন আব্দুল কাদের বলেন,‘৯ মেঃটন গম মসজিদে বরাদ্দ দিলেও মাত্র ২৬ টলী বালু এখানে ফেলা হয়েছে। ওই প্রকল্পের সভাপতি শরিফুল ইসলাম বলেন,‘এমপি সাহেবের আস্থাভাজন ডিও ব্যবসায়ী হেদায়েতুল ইসলাম (হেদ্দা) ২টন গম তোলার জন্য আমার কাছে একটি কাগজে সই নেয়। এবং আমাকে ১০ হাজার টাকা দেয় পরে শুনি আমার প্রকল্পের বরাদ্দের সব গম তোলা শেষ।’ এদিকে ডাকালীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও প্রকল্প সভাপতি ওয়াহিদুজ্জামান রুবেল বলেন,‘ এখানে ৯টন গমের যে প্রকল্পটি দেওয়া হয়েছে তার সভাপতি আমি নামে মাত্র।

মুলত এপ্রতিষ্ঠানের সভাপতিই আমাকে যা দিয়েছে তাই দিয়ে টুকিটাকি কাজ করেছি। এছাড়া পিআইও কে টন প্রতি ২হাজার টাকা দিতে হয়েছে।’ অপর প্রকল্প ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট ও সংস্কার প্রকল্পে ৯ মেঃ টন গম বরাদ্দ হয়। বিদ্যালয়ের সামনের দোকানদার গোলাম মোস্তফা ও খায়রুল জানান,‘প্রকল্পের সভাপতি অত্র ইউপি চেয়ারম্যানের ছোট ভাই হওয়ায় ৪০দিনের কর্মসূচীর শ্রমিক দিয়ে কিছু বালু কয়েকদিন আগে মাঠে ফেলা হয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা যায়,‘২০১৩-১৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ১ম পর্যায় কর্মসূচীর আওতায় সংসদ সদস্য নীলফামারী-৩ জলঢাকা উপজেলার অনুকুলে ২৬টি প্রকল্পের বিপরীতে ২৪০ মেঃটন গম বরাদ্দ দেওয়া হয়। এবিষয়ে জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজিবর রহমান নিজের দোষ এড়িয়ে গিয়ে বলেন,‘ এমপির বরাদ্দকৃত কাবিখা প্রকল্পের বিপরীতে ২৪০ মেঃটন গম যেসব প্রকল্পে দেওয়া হয়েছে সেসব প্রকল্পের সভাপতি সবাই সরকার দলীয় নেতাকর্মী। প্রকল্পগুলি তদারকি করতে গেলে তারা আমার উপর তেড়ে আসে। এখন শুধু পিটুনী খাওয়ার বাকী।’এনিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব বলেন,‘প্রকল্পগুলোর কাজ শতভাগ নিশ্চিত করে আমি বিল প্রদান করব। তিনি আরও বলেন, ‘দুর্নীতি করলে যত ক্ষমতাধরই হোকনা কোন রেহাই নেই।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend