ঝিনাইগাতীতে ৪ গরু চোর ও ৮ জুয়ারী আটক

downloadমুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে রবিবার গরু চুরির অভিযোগে ৪ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃতরা হলো গোমড়া গ্রামের হাতেম আলীর ছেলে মানিক মিয়া (২০), মোফাজ্জল হোসেনের ছেলে জেল মিয়া (২১), শুকুর আলী ছেলে ইব্রাহীম (২২) ও হলদীগ্রামের অলি উল্লাহর ছেলে আশরাফুল (১৯)।

জানা গেছে গত ২ জুন রাতে উপজেলার গোমড়া গ্রামের নাজমুল হকের একটি ষাড় গরু চুরি হয়। পরে নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের নেতৃত্বে গ্রামের লোকজন একই গ্রামের মানিক, জেল মিয়া,  ইব্রাহিম ও হলদী গ্রামের আশরাফুল কে ধরে এনে জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির সাথে জড়িত বলে স্বীকার করে। পরে ইউপি চেয়ারম্যান তাদের কে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। অপরদিকে একইদিন ঝিনাইগাতী থানা পুলিশ জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। জানা গেছে, ঝিনাইগাতী থানার এস,আই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন মঙ্গলবার রাতে উপজেলার কান্দুলী গ্রামের চাঁন মিয়ার বাড়ীতে জুয়া খেলার আসর থেকে কান্দুলী গ্রামের চাঁন মিয়া, নবা মিয়া, মোশারফ আলী, ভবানিখিলা গ্রামের বাবুল মিয়া, মুকুল মিয়া ও জড়াকুড়া গ্রামের মোহাম্মদ আলীকে আটক করে। ৪ জুন বুধবার  জুয়াড়ীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend