খালেদা জিয়ার দুর্নীতি মামলা বকশিবাজারে অস্থায়ী আদালতে হস্তানন্তর

bnp-chief-begum-khaleda-ziaনিরাপত্তার কারণ দেখিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটবল ও জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা দুটি বকসীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে হস্তানন্তর করা হয়েছে।

ঢাকা তৃতীয় মহানগর দায়রা জজই এই মামলা দুটির বিচার করবেন। তবে পুরান ঢাকার আদালতে না বসে এই মামলার জন্য তার এজলাস চলে যাবে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে।

আদালত স্থানান্তরের বিষয়ে বুধবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে বহুসংখ্যক আদালতে মামলার বিচার কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকাটি আদালত চলাকালীন জনাকীর্ণ থাকে।

এ কারণে নিরাপত্তাজনিত কারণে ফৌজদারি কার্যবিধির ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার মামলাগুলো পরিচালনার জন্য ওই (আলিয়া মাদ্রাসা মাঠ) আদালতকে অস্থায়ী আদালত হিসাবে ঘোষণা করেছে।

ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে খালেদার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ মামলার বিচার চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend