‘হানিমুনকাণ্ডে’ গ্রেপ্তার হতে পারেন রামদেব

‘হানিমুনকাণ্ডে’ গ্রেপ্তার হতে পারেন রামদেব

 কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন যোগগুরু বাবা রামদেব। ইতোমধ্যে তাকে নির্বাচন কমিশনের কড়া নজরদারীতে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার লখনউয়ে একটি জনসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন রামদেব। তিনি বলেন, ‘রাহুল গান্ধী দলিত ভিটেয় যান মধুচন্দ্রিমার জন্য। সেখানে চড়ুইভাতি করতেই পছন্দ করেন তারা।’ এরপরই বিতর্কে জড়িয়ে পড়েন রামদেব। সিপিএম-বিএসপিও তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি তুলে।

এমনকি বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তার করারও দাবি ওঠে। বিতর্কিত মন্তব্যের কারণে পরে রামদেবের বিরুদ্ধে তফসিলি-উপজাতি ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার বিকেলে গোরক্ষপুরে ও সোমবার পাটনা ও আগ্রায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

যদিও চাপে পড়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন যোগগুরু রামদেব। শনিবার তিনি বলেন, ‘আমি কাউকে আঘাত করতে কোনো মন্তব্য করিনি। আমার মন্তব্য দলিত সম্প্রদায়কে আঘাত করে থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি।’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend