ইরি বোরো মৌসুমে কাস্তে তৈরির ধুম

ইরি বোরো মৌসুমে কাস্তে তৈরির ধুম

খবর বাংলা২৪ ডেক্স: হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া গ্রামে ইরি বোরো মৌসুমকে সামনে রেখে কাস্তে তৈরির ধুম পড়েছে। কাস্তে শিল্পে নানা সমস্যা থাকলেও এখানকার কর্মকাররা পেশাকে আঁকড়ে ধরে জীবন-জীবিকা নির্বাহ করছে।
বর্তমানে ধান মাড়াইয়ের নানা কৃষি যন্ত্রপাতি বের হওয়ায় দিন দিন এ পেশা ছেড়ে কেউ কেউ জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এলাকার প্রায় ২শ’ কর্মকার এ শিল্পের সাথে জড়িত। এখানকার কর্মকারদের নিপুণ হাতে তৈরি কাস্তে খুবই ধারালো ও নিখুঁত। যা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বৈশিষ্ট্যে স্বতন্ত্র। এখানকার কাস্তে জেলা ভৈরবসহ সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, কুমিল্ল¬া, নোয়াখালী, ফেনী, বরিশাল, পটুয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি জেলা এমনকি দেশের বাইরেও এ কাস্তে ব্যবহূত হয়ে থাকে বলে এখানকার কর্মকাররা জানিয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend