কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা

image_86856খবর বাংলা২৪ ডেক্স:

মিরসরাইয়ের একটি কোচিং সেন্টারে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে ওই শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুরে একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

এটি পরিচালনা করেন ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক অভিযুক্ত তাজ উদ্দিন। ঘটনা প্রকাশের পর অভিযুক্ত ওই শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় আজমপুর গ্রামে শিক্ষক তাজ উদ্দিনের কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায় কয়েকজন শিক্ষার্থী। পড়া শেষে সবাইকে ছুটি দিলেও অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে ছুটি দেয়া হয়নি। পরে কোচিং সেন্টারের দরজা বন্ধ করে তাজ উদ্দিন ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা চালায় এবং ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছাত্রী পালিয়ে আসে। দুপুরে সে ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই শিক্ষককে বরখাস্ত করে।

ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহ বলেন, ‘ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পর ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে বৈঠক করি। বৈঠকে অভিযুক্ত শিক্ষক তাজ উদ্দিনকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। সে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিল।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend