শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবর্ষণ, আহত ৩৮

শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবর্ষণ, আহত ৩৮

খবর বাংলা২৪ ডেক্স:

সরিষাবাড়ী উপজেলায় জুটমিল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর গুলি গুলিবর্ষণ করে পুলিশ। এতে ৮ পুলিশসহ আহত হয়েছে অন্তত ৩০ শ্রমিক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সরিষাবাড়ী আলহাজ্ব জুট মিলে এ সংঘর্ষ হয়। আহতদের নাম পরিচয় তৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলহাজ্ব জুট মিলের শ্রমিক আব্দুর রফিক জানান, অন্যান্য মিলে সাপ্তাহিক বেতন ভিত্তিতে চাকরি করলেও এ মিলে ১৫ দিন পর বেতন দেয়া হয়। গত একমাস ধরে বেতন দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার শ্রমিকরা বেতন চাইতে গেলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়।

অপরদিকে, পুলিশের সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, শ্রমিকরা বিক্ষোভ করতে করতে জুটমিলের জেনারেল ম্যানেজার (জিএম) জাহাঙ্গীর আলমকে অবরুদ্ধ করে। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড শর্ট গানের গুলি নিক্ষেপ করেছে। এসময় পুলিশের ৮ সদস্য আহত হয়েছে।

এদিকে, সন্ধ্যা সোয়া ৭টায় মিল এলাকায় উত্তেজনা দেখা গেছে। বিচ্ছিন্নভাবে চলছে শ্রমিকদের বিক্ষোভ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রেপ্তার এড়াতে আহত শ্রমিকরা গোপনে অন্য থানায় গিয়ে চিকিৎসা নিচ্ছে বলে আহত এক শ্রমিকের পরিবার জানিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend