গণতন্ত্র এখন হুমকির মুখে: কাজী জাফর

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বলেছেন, দেশের স্বাধীনতা এখন বিপন্ন। দেশের গণতন্ত্র হুমকির মুখে। তবে জনগণ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আ’লীগকে হটিয়ে তা আবার ছিনিয়ে আনবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-কোরিয়ান ফ্রেন্ডশীপ এন্ড সলিডারিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দেশের অর্থনীতি এখন চরম বিপর্যস্ত। সরকারি দলের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে বলেও মন্তব্য করেন কাজী জাফর ।

বাংলাদেশ-কোরিয়ান ফ্রেন্ডশীপ এন্ড সলিডারিটি’র সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মোজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend