আ.লীগের সংঘর্ষে নারীর মৃত্যু


খবর বাংলা ডেক্সঃ জেলার সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কুটি খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুটি খাতুন মাঝারদিয়া গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, সালথার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকে সঙ্গে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরের বিরোধ ছিল। এরই জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জাড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষের বাড়ি-ঘর ভাঙচুর করেন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষে আহত কুটি খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে মারা যান।
এদিকে আহত আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। অন্যদের সালথা ও ফরিদপুরের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে ভর্তি করা হয়েছে