বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

image_89018_0খবর বাংলা ডেক্সঃ জেলার পশ্চিম পাগলা, ধর্মপাশা ও তাহিরপুরে নারীসহ তিনজন ও নীলফামারীর পৌর এলাকার মধ্য হাড়োয়া হাজিপাড়ায় ১জন ও লালমনিরহাটের অদিতমারীতে ১ জনসহ মোট ৫ জন বজ্রপাতে মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ও দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ধর্মপাশা উপজেলার চামারদানি ইউনিয়নের জলশুয়া গ্রামের মনিরুউদ্দিনের ছেলে বাকপ্রতিবন্ধি আজিমুল মিয়া (৪৫), সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনাই কান্দি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে তাজুল ইসলাম (৩০), তাহিরপুর উপজেলায় গোলাবাড়ি গ্রামের মৃত আজমিল হোসেনের স্ত্রী রহিমা বেগম (৪৫) ও নীলফামারী পৌর এলাকার মধ্য হাড়োয়া হাজিপাড়ার ইউনুস আলীর ছেলে রশিদুল ইসলাম (৩৫)।
চামারদানি ইউনিয়নের চেয়ারম্যান প্রভাকর চৌধুরী পাল জানান, মনিরুউদ্দিনের বাকপ্রতিবন্ধি ছেলে আজিমুল মিয়া সকালে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তার শরীরের অনেক অংশ পুড়ে গেছে।
এছাড়া দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার জানান, সকালের দিকে জেলার পশ্চিম পাগলা ইউনিয়নে কৃষক তাজুল ইসলাম ও সকাল সাড়ে ৭টার দিকে তাহিরপুরের রহিমা বেগম নামে এক নারী বজ্রপাতে মারা যান।
এছাড়া, নীলফামারী পৌর এলাকার মধ্য হাড়োয়া হাজিপাড়ায় সকাল সাড়ে ১১টার দিকে ঘাস কাটার সময় রশিদুল ইসলাম নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার বজ্রপাতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
অন্যদিকে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার টিপেরবাজারে সকাল সাড়ে ১০টায় বাড়ির ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে অশ্বিনী কুমার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

অশ্বিনী কুমার উপজেলা সারপুকুর ইউনিয়নের টিপেরবাজার এলাকার মৃত বিসেশ্বর বর্ম্মনের ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম ইকবাল ও সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend