শ্রীবরদীতে নতুন কারিকুলাম প্রশিক্ষণকে কার্যকর করতে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীবরদীতে নতুন কারিকুলাম প্রশিক্ষণকে কার্যকর করতে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
আসন্ন নতুন কারিকুলাম প্রশিক্ষণকে কার্যকর করতে উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার সভাপতিত্বে শ্রীবরদী উপজেলা পর্যায়ের সকল বিষয় ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ কর্মশালায় অংশগ্রহন করেন। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন,  রিসোর্স পার্সন হিসাবে উপজেলা পর্যায়ের  বিভিন্ন  বিষয়ের  প্রশিক্ষণকে কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা  প্রদান করেন।

প্রশিক্ষকেরা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে সেশন সিলেকশন করেন। পারস্পরিক আলোচনার মাধ্যমে  নিজেদেরকে প্রশিক্ষণের জন্য আরও  শানিত করেন। কর্মশালায় বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ভটপুর আলিম মাদ্রাসা সহকারি অধ্যাপক কেএম ফারুক ও আইসিটি অ্যাম্বাসেডর, শেরপুর উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার প্রশিক্ষণ পরিচালনায় নির্দেশনা প্রদান করেন এবং  সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রশিক্ষকবৃন্দ এমন আয়োজনে নিজেদেরকে সমৃদ্ধ এবং আত্ননির্ভশীল করে তুলবে বলে সন্তষ্টি প্রকাশ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend