শ্রীবরদীতে আইনগত সহায়তা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে সেমিনার অনুষ্ঠিত

শ্রীবরদীতে আইনগত সহায়তা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস এর তাৎপর্য বিষয়ে জনসাধাণকে উদ্বুদ্ধকরণের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড অফিস শেরপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ^রীতে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. হুমায়ুন কবীর। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, পৌর সভার মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধমকর্মী ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend