শ্রীবরদীতে ভূয়া দলিল দাতাকে ৫ বছরের সাজা দিয়েছেন আদালত

শ্রীবরদীতে ভূয়া দলিল দাতাকে ৫ বছরের সাজা দিয়েছেন আদালত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ভূয়া দলিল করে প্রতারণা করার অপরাধে দলিল দাতাকে ৫ বছরের সশ্রম সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ অক্টোবর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম হুমায়ুন কবীর এঁর আদালত এ রায় দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী মোছা. আমেনা বেগম।
মামলা সূত্রে জানা গেছে,  ষাইটকাকড়া গ্রামের মৃত শাহা আলীর ছেলে মো. আব্বাস আলী (৪৫) ও আমের আলী (৫০) একই গ্রামের মৃত ইন্তেজ আলীর স্ত্রী মোছা. আমেনা বেগমের কাছে ২০০৫ সালের ২৮৫৭ নং দলিল মুলে ২০ শতাংশ জমি বিক্রি করে। কিন্তু আমেনা বেগমের নিকট যে জমি বিক্রি করেছেন সে জমি দলিল না করে দিয়ে মনগড়া ভাবে দলিলে অন্য জমির দাগ উঠাইয়া প্রতারণা করে রেজিষ্ট্রী করে দেয়। পরে ২০২০ সালের মো. আব্বাস আলী  ও আমের আলী উক্ত জমিটি পুনরায় দখল করে নেয়। এ ঘটনায় মোছা. আমেনা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে ৪০৬/৪২০/৪১৮/৫০৬(২) দ:বি: ধারায় মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আমের আলীকে খালাস এবং মো. আব্বাস আলীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড সহ ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত আসামী মো. আব্বাস আলী পলাতক আছে। মোছা. আমেনা বেগম বলেন, আমি বিজ্ঞ আদালতের প্রতি খুবই খুশি। মো. আব্বাস আলী আমার সাথে প্রতারণা করেছে। আমি মুর্খ মানুষ, যেভাবে দলিল করে দিয়েছিল, আমি তাই সঠিক মনে করেছিলাম। এখন আব্বাস আলীকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend