শ্রীবরদীতে যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা আদায়

শ্রীবরদীতে যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার:
ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরত যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় শেরপুরের শ্রীবরদীতে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের। ১৬ জুলাই শনিবার বিকালে পৌর শহরের চৌরাস্তা মোড় ও কুরুয়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান। এসময়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় পৃথক  চারটি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে শ্রীবরদী থানার এসআই চান মিয়া সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান বলেন, যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend