শিক্ষা ক্যাডারদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীবরদী সরকারি কলেজে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও মানব বন্ধন পালিত হয়েছে। ২ জুলাই সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজ সংলগ্ন প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার পাল এর নেতৃত্বে প্রায় এক কিলোমিটার এলাকায় এ মানব বন্ধনে ইশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর শারীরিকভাবে লাঞ্চিত করা, ভাংচুর ও হুমকির প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন, উপাধ্যাক্ষ একেএম আলিফ উল্লাহ, সহযোগি উপাধ্যক্ষ ফরহাদ আলী, প্রভাষক রিফাত আহমেদ, প্রভাষক হীরামনি, প্রভাষক মেহেদী হাসান ও প্রভাষক মানসুরা শারমীন প্রমূখ। এতে অংশ গ্রহন করেন শ্রীবরদী কলেজ ইউনিটের সদস্য ও কলেজের কর্মকর্তা, কর্মচারীসহ সকল ছাত্রছাত্রীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend