এমপি চাঁনকে অব্যহতির সিদ্ধান্তে শ্রীবরদীতে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
শেরপুর- ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি একেএম ফজলুল হক চাঁনকে জেলা আওয়ামী লীগ থেকে অব্যহতির সিদ্ধান্ত নেওয়ায় শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরির। আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা ছাত্রলীগ ও উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিয়ন ও পৌর শহরের নেতৃবৃন্দ্বসহ কর্মীরা। মিছিল কারীরা এমপি একেএম ফজলুল হক চাঁনের বিরুদ্ধে “চাঁন ছাড়া নৌকা চাই, নৌকার মাঝি লিটন ভাই”সহ এমন নানা শ্লোগান দেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরী। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জেনারেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাকিলাকু[ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম তালুকদার, গোসাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ্ব। বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের জন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দাবী করেন।
উল্লেখ্য, গত জেলা পরিষদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল এর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহণ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ এনে সম্প্রতি জেলা আওয়ামী লীগ এমপি একেএম ফজলুল হক চাঁনকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend