শ্রীবরদীতে শিশুদের উন্নয়নে সামাজিক আচরণগত পরিবর্তনের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে শিশুদের উন্নয়নে ইউনিয়ন পর্যায়ে সামাজি আচরণগত পরিবর্তন বিষয়ক পরিকল্পনা প্রণয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় তাতিহাটি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিশুদের উন্নয়ন পরিকল্পনা সমাবেশে সভাপতিত্ব করেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল।


শ্রীবরদী সদর ইউনিয়ন কো-অর্ডিনেটর শফিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ছামিউল হক, তাতিহাটি স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা খাতুন, বকচর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, তাতিহাটি ইউনিয়ন কো-অর্ডিনেটর বাদল মিয়া, কুড়িকাহনিয়া ইউনিয়ন কো-অর্ডিনেটর আব্দুস সামাদ কমল প্রমুখ। এসময় সমাবেশে তাতিহাটি ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।
বক্ত্যারা শ্রীবরদী উপজেলায় এ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে শিশুদের উন্নয়নে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরিকল্পনা প্রণয়ন করার জন্য ইউনিসেফ বাংলাদেশ’কে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এসময় তারা শিশুদের বিকশিত করে সমাজে আচরণগত পরিবর্তনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend