কেপিজে হাসপাতালে বিনামূল্যে বার্ন ও প্লাস্টিক সার্জারি

গরিব রোগীদের জন্য বিনামূল্যে বার্ন ও প্লাস্টিক সার্জারি সেবা দেয়া হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে।

সোমবার এই বিশেষ চিকিৎসা সেবার উদ্বোধন হয়। আগামী ৪ ডিসেম্বর অবধি এখানে সেবা দেয়া হবে। যারা যারা এই সেবা নেবেন, তাদের বাছাই হয়েছে গত ২৫ ও ২৬ নভেম্বর। বাছাইকৃত রোগীদের থেকে অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের ক্যাম্পকালীন সময়ে বিনামূল্যে চিকিৎসা দেয় হবে।

ক্যাম্প চলাকালে সেবা দিতে জার্মানি ও হাঙ্গেরি থেকে বিশেষজ্ঞরা এসেছেন বাংলাদেশে। তারা রোগী ও তাদের স্বজনদের খোঁজ খবর নেন। পরে শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে এই হাসপাতালটি পরিচালিত হয়। ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান বলেন, এখন থেকে এই হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্যে নিয়মিত সেবা পাওয়া যাবে।

একজন রোগীর স্বজন জানান, তিনি এই ক্যাম্পের কথা পত্রিকায় পড়ে এখানে এসেছেন। এখানে এসে বিনামূল্যে আই ক্যাম্প, হার্ট ক্যাম্পের কথা জানতে পেরে তিনি অভিভূত হয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এই প্রথম কোন হাসপাতাল এর ব্যবস্থাপনা আইএমএস (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম) এর সার্টিফিকেট পেতে যাচ্ছে। এ থেকে বুঝা যায় হাসপাতালটিতে পরিবেশ ও নিরাপত্তার বিষয়টিতে কতটা গুরুত্ব দেয়া হয়।

মালয়েশীয় হাইকমিশনের কর্মকর্তা ইধাম জুহরি মো. ইউনুস, শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান আবুল কালাম প্রমুখ এখানে উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend