সিম নিবন্ধনের সময় বাড়লো

 টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জনগণের সুবিধার্থে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, মোবাইল সিম নিবন্ধনের পূর্বঘোষিত সময় আজ শেষ হচ্ছে। ১ মে থেকে ৩ ঘণ্টার জন্য কিছু সিম বন্ধ থাকবে। যেসব নিবন্ধন হয়নি কিংবা নিবন্ধনের চেষ্টাও করা হয়নি সেসব সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। তবে জনগণের সুবিধার্থে সিম নিবন্ধনের সময় আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩১ মে অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend