পরিসংখ্যানে এবারের বিপিএল

bpl logo_0এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান কার? সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক কে? সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ব্যাটসম্যান? বল হাতে সবচেয়ে কৃপণ ছিলেন কোন বোলার? বা সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন কোন ফিল্ডার?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের এরকম সব খুঁটিনাটি পরিসংখ্যান নিয়েই এই আয়োজন।

 

  • ·       মোট ম্যাচ: ৩৪

 

  • ·       মোট রান: ৮৭৭৭

 

  • ·       মোট উইকেট: ৪৩৭

 

  • ·       সর্বোচ্চ দলীয় ইনিংস: রংপুর রাইডার্স (১৮৮/৮, চিটাগং ভাইকিংসের বিপক্ষে)

 

  • ·       সর্বনিম্ন দলীয় ইনিংস: বরিশাল বুলস (৫৮/১০, সিলেট সুপার স্টার্সের বিপক্ষে)

 

  • ·       সর্বোচ্চ রান সংগ্রাহক: কুমার সাঙ্গাকারা (৩৪৯ রান)

 

  • ·       সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: এভিন লুইস (অপরাজিত ১০১, ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে)

 

  • ·       সর্বোচ্চ ছক্কা: ক্রিস গেইল (১২)

 

  • ·       সবচেয়ে বেশি ৫০+ রান: তামিম ইকবাল (৩)

 

  • ·       *সর্বোচ্চ ব্যাটিং গড়: আসহার জাইদি (৫৩.৭৫)

 

  • ·       সর্বোচ্চ উইকেট শিকারী: কেভন কুপার (নয় ম্যাচে ২২ উইকেট)

 

  • ·       সেরা বোলিং ফিগার: কেভন কুপার (৪-১-১৫-৫, রংপুর রাইডার্সের বিপক্ষে)

 

  • ·       **সেরা ইকোনমি: আসহার জাইদি (৪.৭৮)

 

  • ·       **সেরা বোলিং স্ট্রাইক রেট: কেভন কুপার (৯.৫)

 

  • ·       রান ব্যবধানে সবচেয়ে বড় জয়: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৭২ রান, রংপুর রাইডার্সের বিপক্ষে)

 

  • ·       উইকেট ব্যবধানে সবচেয়ে বড় জয়: চিটাগং ভাইকিংস (১০ উইকেট, সিলেট সুপার স্টার্সের বিপক্ষে)

 

  • ·       সর্বোচ্চ ডিসমিসাল: কুমার সাঙ্গাকারা (১৩)

 

  • ·       সবচেয়ে বেশি ক্যাচ: থিসারা পেরেরা (১০)

 

* টুর্নামেন্টে কমপক্ষে পাঁচ ম্যাচে ব্যাটিংকরা ব্যাটসম্যানদের মধ্যে

** টুর্নামেন্টে কমপক্ষে ১২ ওভার বোলিং করা বোলারদের মধ্যে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend