দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারাল ভারত


দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারাল ভারত

সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। এ জয়ে বিরাট কোহলির দল চার ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৩ ডিসেম্বর শুরু হওয়া শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করেছিল ভারত। প্রথম ইনিংসে তারা অজিঙ্ক রাহানের ১২৭ রানের ইনিংসে ভর করে অলআউট হওয়ার আগে করেছিল ৩৩৪ রান। পরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্সের সর্বোচ্চ ৪২ রানে দলটি সংগ্রহ করেছিল ১২১ রান, আর ৫ উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজা একাই ধসিয়ে দিয়েছিলেন সফরকারীদের ব্যাটিং লাইন।

দক্ষিণ আফ্রিকা ফলোঅনে পড়লেও ভারত দ্বিতীয় ইনিংসে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় ইনিংসেও অজিঙ্ক রাহানের অপরাজিত শতরানে ৫ উইকেট হারিয়ে ২৬৭ রানে ম্যাচ ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে ৭২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। আর পঞ্চম দিনের শুরুতেই সফরকারীরা হারায় অধিনায়ক হাশিম আমলার উইকেট। আউট হওয়ার আগে তিনি করেন ২৫ রান। অন্যদিকে ডি ভিলিয়ার্স প্রথম ইনিংসের মত এ ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ রান (৪৩) করেছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ আফ্রিকার, ১৪৩.১ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। অশ্বিন-জাদবদের বোলিং তোপে পড়ে শেষ ৫ ওভারে ৭ রানেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

ভারতের পক্ষে অশ্বিন ৫টি, উমেশ যাদব ৩টি, জাদেজা ২টি উইকেট নিয়েছেন। এদিকে জোড়া সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন অজিঙ্ক রাহানে। আর সিরিজ সেরা হয়েছেন রবিচন্দন অশ্বিন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend